জগন্নাথপুরে মাটি ধসে যাওয়ায় ঝুঁকিতে পাকা রাস্তা

8

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড ওয়াল সহ মাটি ধসে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে পাকা রাস্তা। নিচে মাটি না থাকায় যে কোন সময় রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের ভেতর দিয়ে একটি পাকা রাস্তা নলুয়ার হাওরে গেছে। এ রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন ও মানুষ চলাচল করছেন। শুধু তাই নয়, বৈশাখ মাসে নলুয়ার হাওর থেকে ধান বাড়িতে আনার একমাত্র রাস্তা এটি। এ রাস্তাই এলাকাবাসীর ভরসা। তাই রাস্তার কয়েক ফুট মাটি খালের দিকে ধসে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা।
এ বিষয়ে ১৯ অক্টোবর বুধবার স্থানীয় ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ছমির উদ্দিন জানান, এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এবারের বন্যায় রাস্তার পাশে থাকা খাল দিয়ে অতিরিক্ত গতিতে পানি চলাচল করায় ৫ থেকে ৬শ ফুট এলাকায় গাইড দেয়াল সহ মাটি ধসে গেছে। তাই ধসে যাওয়া স্থানে মাটি ভরাট সহ মেরামত কাজ করতে পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।