এক ঘন্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে সোনামণি লোহার

10
সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর দায়িত্ব এক ঘন্টার জন্য প্রতীকী পালন করছেন চা শ্রমিকের মেয়ে সোনামণি লোহার।

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে (গার্লস টেকওভার) সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো চা-শ্রমিকের মেয়ে গ্রীণ সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্রী সোনামণি লোহার।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন সোনামণি লোহার। এক ঘণ্টার জন্য তার অধীন হন পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। এসময় আবুল মনসুর আসজাদ তাকে ফুলের শুভেচ্ছা জানান।
প্রতীকী দায়িত্ব নিয়ে সোনামণি লোহার বলেন, আমি একজন চা-শ্রমিকের মেয়ে। আজ এই অধিদপ্তরের দায়িত্ব পেয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। লেখাপড়া শেষ করে চা-শ্রমিকের সন্তানরা যেন সরকারী প্রতিষ্ঠান গুলোতে চাকরী পায় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানান সোনামণি লোহার। তিনি আরো বলেন, নারী ও কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন মেয়ে হিসেবে এদেশের লাখ লাখ কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর সমাজের। প্রতীকী দায়িত্ব নিয়েই সিলেট জেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান সোনামণি লোহার।
সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ বলেন, নারীদের বাদ দিয়ে কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অসীম ক্ষমতার অধিকারী নারী। যে সব রাষ্ট্র যারা নারীর ক্ষমতায়ন দিয়েছে তারাই এগিয়ে গেছে। তাই নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন না দিলে আমাদের উন্নয়ন টেকসই হবেনা। সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে হলে পরিবারকে সবার আগে এগিয়ে আসতে হবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতা ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে এই কার্যক্রম সম্পূর্ণ হয়। আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প একাউন্টস ও এডমিন অফিসার মো: মহসিন রেজা, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, সাংবাদিক রেজওয়ান আহমদ, হেনা আক্তার, ভলেন্টিয়ার দিবস বিশ্বাস, এনসিটিএফ এর সভাপতি অষ্ঠমণি লোহার, সহ-সভাপতি, সমীক লোহার, সাধারণ সম্পাদক সাগর গোয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত, সাংগঠনিক সম্পাদক আলোমণি, চাইল্ড পার্লামেন্ট সদস্য সমীর বারি, শিশু সাংবাদিক দুর্জয় লোহার, শিশু গবেষক সুচিত্রা সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি