মাওলানা তাজুল ইসলাম নাহীদ

5

পরীর মত করে :

ইচ্ছে করে উড়তে আমার
পরীর মত করে,
যেমনি ভাবে উড়ে ওরা
বছর বছর ধরে।

মনের সুখে যখন তখন
উড়ে তারা কত,
নদীনালা পাহাড় পর্বত
পাড়ি দিয়ে শত।

নেইতো তাদের কোনো বাধা
কত খুশি মনে,
ইচ্ছে হলেই ভাবটা জমায়
যে কারো ভাই সনে।

দূর থেকে ঐ দূরের দেশে
ডানা মেলে উড়ে,
যখন ইচ্ছে তখনই যে
আসতে পারে ঘুরে।

ইচ্ছে আমার হবে কি হায়
পূরণ কোনো দিনি,
জানি হয়তো দিবে না ভাই
ডানা কভু তিনি!

যদি একবার পরীর দেশে
দিতে পারি পাড়ি!
সেদিন কিন্তু বন্ধু তোদের
সত্যিই দিব আড়ি।