নাসরীন খান

5

মশা :

মশা! মশা কি করছ?
হুল বুলিয়ে যাও শুধু
ফুসরত নেই উড়ছ
রক্তে পাও কোন মধু?

ডেঙ্গু ঘোরে অনেক মানুষ
করছে যে আহাজারি
ভীষণ ব্যথা গায়ে মাথায়
তবুও যাও বাড়ি বাড়ি

একটু থাম দয়া করে
আর দিও না কষ্ট
আন্দোলনে কাজ হবে না
জানি তোমার দাপট স্পষ্ট

মশারী টানাব দিন রাত
তবেই তুমি কুপোকাত
এছাড়া সব বৃথা চেষ্টা
কমাও তোমার উৎপাত।।