জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া এবং ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে মুবারক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান।
ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম ও যুগ্ম-সদস্য সচিব সেজু কোরেশীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ এর সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি আবদুল গণি সোহাগ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড এর সভাপতি হাফিজ নূরুল হক, আল জান্নাত ইসলামিক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামী, হবিগঞ্জ জেলা আল ইসলাহ এর সহ-সভাপতি মাওলনা আবদুল হান্নান সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ এর সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, লতিফিয়া ক্বারী সোসাইটির সাবেক সভাপতি মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, পৌর আল ইসলাহ এর সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, সাবেক সভাপতি মাওলানা নুরুল হক, উপজেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, পৌর আল ইসলাহ এর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফয়েজ উদ্দিন, পাঠকুরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বদরুজ্জামান ছাদিক, মাওলানা এনাম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাসান, সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সহ-সম্পাদক সালেহ আহমদ ছালিক, সহ-অফিস সম্পাদক তারিছ আলী, জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি জাকির আহমদ প্রমুখ।
পরে র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আকমল হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিন লাকি, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন লালন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিম জনতা ও মাওলানা নিজাম উদ্দিন জালালী, হাফিজ ইয়াহইয়া, মাওলানা মুফতি বদর উদ্দিন আল আমিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, হাফিজ সেবুল আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান, হাফিজ শওকত আলী, হাফিজ নুরুজ্জামান, হাফিজ আবদুল কাইয়ুম, মাওলানা আবদুর রব, মাওলানা রাশেদ খান, হাফিজ আজিরুল ইসলাম, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ ফজলুর রহমান, হাফিজ ছমির হোসেন, আজিজুল রহমান, এমরান আহমদ, আখতার হোসেন, আবদুল ওয়াহিদ, আবদুল কুদ্দুস মুন্না, নাজমুল ইসলাম আবদাল, আইন উদ্দিন, জমির উদ্দিন, এম আর শাহিন, ইউনুছ আলী, জিকরুল আলম, আফাজ্জুল হোসেন সহ আল ইসলাহ ও তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার ছাত্র জনতা অংশ গ্রহণ করেন।