ইলেকশন মনিটরিং ফোরামের সভায় বিশিষ্ট নাগরিকগণ ॥ ইভিএমে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে হ্যাকিং বা কারচুপির কোন সুযোগ নেই

15
বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের উদ্যোগে সিলেট প্রেসক্লাবে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

ভোটাধিকার প্রয়োগের পদ্ধতির স্বচ্ছতা, নিরাপদ ও প্রভাবমুক্ত ক্রতে ইভিএম ব্যবহারের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জোর করে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট বক্স ছিনতাই সহ বিভিন্ন পেশি শক্তির হাত থেকে ভোটাধিকার নিশ্চিত করতে দ্বাদশ জাতীয় নির্বাচনে সর্বাধিক সংসদীয় আসনে ইভিএম ব্যবহার নির্বাচন কমিশনের সমপোযোগী সিদ্ধান্ত। যে সকল দেশে ইভিএম এ ইন্টারনেট সংযোগ রয়েছে সে সকল দেশ ইভিএম ব্যবহারে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ইভিএম -এ ভোটারের উপস্থিতি ছাড়া ভোট দেওয়া যায় না এবং ইন্টারনেট সংযোগ না থাকার কারণে হ্যাকিং বা কারচুপির কোন সুযোগ নেই। এই মেশিনে ভোট হলে কেন্দ্র দখল করে ইচ্ছা মতো যত খুশি ভোট দেওয়া যাবে না। তেমনই একজনের ভোট অন্যজন দিতে পারবে না। এর ফলে নির্বাচন কমিশনের মূলমন্ত্র “আমার ভোট, আমি দিব, যাকে খুশি তাকে দিব” শতভাগ নিশ্চিত করা সম্ভব। তাই ইলেকশন মনিটরিং ফোরাম মনে করে, ইভিএম এর মাধ্যমে স্বচ্ছ, ত্রুটিমুক্ত নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম’র উদ্যোগে (৮ অক্টোবর) শনিবার সকাল ১১টায় সিলেট প্রেসক্লাবে “শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা” শীর্ষক আলোচনা সভায় সিলেট বিভাগের বিশিষ্ট নাগরিকগণ উপরোক্ত বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক অধ্যাপক ড. ইসলাম উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খান, ইভিএম বিশেষজ্ঞ ড. মাহফুজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদুরুল ইসলাম শোয়ব, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, সিলেট জেলা সভাপতি এ্যাডভোকেট শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, সিলেট মহানগরের সভাপতি সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, সাধারণ সম্পাদক তপন চন্দ্র পাল। বিজ্ঞপ্তি