বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কমলগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

1

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো রফিকুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন ড. আবুল ফতেহ ফাত্তাহ,মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক ভাষাবিজ্ঞানী ড. সেলু বাসিত।
এছাড়া বিশেষ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,অধ্যক্ষ মো.হেলাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ বুলবুল,উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, লেখক গবেষক আহমদ সিরাজ,প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।