মেশকাতুন নাহার

8

মর্মভেদী অভিমান :

বলতে গিয়েও পারি না বলতে কি ছিল ব্যথা,
বলতে গিয়ে ও পারিনি বলতে না বলা কত কথা।
লিখতে গিয়েও পারি না লিখতে শতো বেদনা,
পারি না তো বলতে আমি বয়ে চলছে কত যন্ত্রণা।

বলতে গিয়েও পারি না বলতে হৃদয় গতির নিম্নচাপ,
বলতে চেয়েও পারি না বলতে অন্তর্দেশের প্রচ- উত্তাপ।
লিখতে গিয়েও পারি না লিখতে রুদ্ধ আর্তনাদ,
করতে গিয়েও পারি না করতে অকথ্য নিষ্ঠুরতার প্রতিবাদ।

বলতে গিয়েও পারি না বলতে নিঃশব্দের মর্মভেদী অভিমান,
বুঝাতে গিয়ে ও পারবো না বুঝাতে হৃদ গোলার্ধে দমকা হাওয়া কতটা ঘূর্ণায়মান।
লিখতে গিয়েও পারি না লিখতে অনুভূতিগুলো কতটা হয়েছে ম্লান,
কল্পিত স্বপ্নগুলো জলজ উদ্ভিদের মতো আজ লবনাক্ত জলরাশিতে ভাসমান।

লিখতে গিয়েও পারি না লিখতে আড়ালে ফেলেছি কতটা অশ্রুজল,
বলতে গিয়েও পারি না বলতে প্রাণচঞ্চল এই আমি কতটা হয়েছি বদল।
বলবো না কিছুতেই বলবো না আমি কতটা ক্ষয়িষ্ণু কতটা ক্লান্ত,
কিছুই বলবো না, শুধুই অপেক্ষা সময়ই বলে দিবে সমুচিত সিদ্ধান্ত।