আবদুল লতিফ

25

দিয়াশলাইয়ের মতো :

নিরাপদ দিয়াশলাইয়ের মতো তাঁরা তোমাদের বুক পকেটেই থাকে
ইচ্ছে হলে যখন খুশি তখন কানও চুলকাতে পারো
দুই উরুর ভাঁজে ফেলে ঘুমাতেও পারো নিশ্চিন্ত মনে
মস্তকে তাঁরা সদা বয়ে বেড়ায় পটাশিয়াম ক্লোরেট (কঈষঙ৩) ও সালফার
মাতৃভূমি লাল ফসফরাস বুকে বয়ে চলে অবিরাম
দুইয়ের ঘর্ষণে যদি তাদের হৃদয়ের উষ্ণতা বেড়ে যায়
জ্বলে উঠে দাউদাউ করে
আগুন জ্বলে উঠলে জলেও জ্বলে
লৌহ নির্মিত সুরম্য অট্টালিকাও নিমিষেই জ্বালিয়ে করে ছারখার
তাঁরা জ্বলে উঠেছিল বায়ান্নতে
জ্বলে উঠেছিল একাত্তরে
আরও একবার জ্বলে উঠেছিল নব্বইয়ের দশকে।