রিয়াজ মাহমুদ রাতুল

9

বৃষ্টি পড়ে টাপুরটুপুর :

বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বাজে যেন ছন্দ নুপুর
বৃষ্টি শোনায় গান।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
ক্লান্তি-খরা কেটে গেল
শীতল হল প্রাণ।

বৃষ্টি পড়ে মুষলধারে
তরুলতা ঝোঁপেঝাড়ে।
কি যে দারুণ সৃষ্টি!
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
পাখির ছানা নড়েচড়ে
লাগে ভারী মিষ্টি!

বৃষ্টি পড়ে যখন তখন
মেঘে ঢাকা নীলচে গগন
বৃষ্টি মানেই সুর।
বৃষ্টি পড়ে সন্ধ্যা-রাতে
মধ্য দুপুর কিংবা প্রাতে
বৃষ্টি যে ভরপুর।