দৃষ্টিনন্দন গোলচত্বর দেখবে ফেঞ্চুগঞ্জবাসী ——————-এমপি হাবিব

9
ফেঞ্চুগঞ্জ উপজেলার তজমুল আলী চত্বর থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আরসিসি ঢালাই সড়কের উদ্বোধন শেষে মোনাজাত করছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

ফেঞ্চুগঞ্জ উপজেলার তজমুল আলী চত্বর থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আরসিসি ঢালাই সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রসমূহের বাস্তবায়নে পুনঃনির্মিত সড়কটির শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উদ্বোধনকালে হাবিব বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম তজমুল আলী চেয়ারম্যানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা না থাকলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না।পঁচাত্তরের আগে এবং পরে উনারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে টিকিয়ে রেখেছেন। তাঁর নামে স্থাপিত এই চত্বর থেকে জেটিঘাট পর্যন্ত পুনঃনির্মিত আরসিসি ঢালাই সড়কটি জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো, যা আজ বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গুণী ব্যক্তিদের মূল্যায়নের স্বার্থে ফেঞ্চুগঞ্জের তজমুল আলী চত্বরটিকে নান্দনিক উপায়ে একটি দৃষ্টিনন্দন গোল-চত্বরে রূপান্তর করে শিল্পনগরী ফেঞ্চুগঞ্জকে ইতিহাস ও অবকাঠামোগত পূর্ণতা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (৯০ মেগাওয়াট) এর ম্যানেজার রবিউল ইসলাম প্রামানিক, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতার, সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক শেখ এনামুল হক, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, শাহজালাল সারকারখানা সিবিএ এর সভাপতি রাজু আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল শিহাব, জুবেদ আহমদ চৌধুরী শিপু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজু আহমদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুজ্জামান ছুটু, মীর মশাররফ হোসেন, নজমুল ইসলাম, পারভেজ আহমদ, শেখ জুমাদ, শেখ মুমিনুল হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মাআদুল হক, দেওয়ান ফাহিম, নাঈম চৌধুরী, দেবব্রত পাল দ্বীপ, খালেদুজ্জামান রিফাত, সৌরভ দাস, লিমন আহমদ, জয় চন্দ, শেখ বদরুল হাসান, রাসেল আহমদ শাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি