২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি আব্দুস সালাম শাহেদ ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম নির্বাচিত

17
মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ।

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঘোষিত কর্মসূচী অনুযায়ী ধারাবাহিকভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এন ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদে অসুস্থ থাকায় তার পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, হেলাল বক্স, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, আব্দুল আজিম জুনেল, তৌফিক বক্স লিপন, আবুল মহসিন চৌধুরী মাসুদ, সুপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রব হাজারি, আনসার আহমদ কয়েছ, ছয়েফ খান, শেখ সোহেল আহমদ কবির, ফজলে রাব্বি মাসুম, সেলিম আহমদ সেমিম, গুলজার আহমদ জগলু, মহানগর মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমদ, ওয়ার্ড ছাএলীগ সভাপতি জুনেল আহমদ সহ ওয়ার্ড আওয়ামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে সুষ্ঠু ব্যালট ভোটের মাধ্যমে ওয়াডের সভাপতি হিসাবে আব্দুস সালাম শাহেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে বদরুল ইসলাম নির্বাচিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় দীর্ঘ ১২ বছর পরে আজ ২৬ ওয়ার্ড নং আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যা অত্যন্ত যথোপযোগী সিদ্ধান্ত। অনেক গুলো ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক উপকমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় সফল সম্মেলন বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক উপকমিটি নেতৃবৃন্দের কার্যক্রম প্রশংসার দাবিদার। ইতিমধ্যে তাদের দায়িত্বের তিনটি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করছেন। দায়িত্ব প্রাপ্ত অন্য নেতৃবৃন্দও বাকি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করবেন, ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ বলেন, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নিরলসভাবে দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে কাজ করছেন। সকল প্রতিবন্ধকতা দূর করে দেশকে উন্নয়নের মডেলে পরিনত করেছেন। আজ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যা সম্ভব হয়েছে আমাদের গর্বের ধন, আশা-আকাক্সক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। উনার সুযোগ্য নেতৃত্বকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আমরা নেতৃত্ব তৈরি চাপিয়ে দিবো না, আপনারই আপনাদের নেতৃত্ব বাছাই করবেন। যারা যোগ্য তাদেরকে নির্বাচন করতে হবে। যারা আগামীতে মহানগর আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে নিজেদেরকে মুখরিত করতে পারবে তাদেরকে নির্বাচিত করতে হবে। যারাই সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাদেরকে চিহ্নিত করে রাখা হচ্ছে। সংগঠন করতে হলে সংগঠনের নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলতে হবে। সংগঠন শক্তিশালী করতে ওয়ার্ড সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই সম্মেলন খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন উদাহরণ সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক উপকমিটির সকল নেতৃবৃন্দকে সবার আগে সম্মেলন সম্পন্ন করার জন্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দদেরকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি