রুস্তম আলী

13

দ্বীনের প্রতি ইমান :

মানুষের শক্তির দাপট ক্ষীণ হয়ে যখন সবার অবজ্ঞার
পাত্র হয়
অসহায় জীবন-যাপনে দ্বীনের প্রতি তার ইমান আরও মজবুত হয়,
আল্লাহুর নাম মুখে আনে বেশি বেশি,
তখন তাকে ইসলামের বাণি শোনাতে খুব ভালো লাগে
সে আর দ্বীনের কথায় বিরক্তবোধ করেনা,
ক্রদ্ধান্বিত হয়ে উচ্চবাচ্য কিছু অকথ্য শোনায় না।
মনোযোগ সহকারে শুনতে চাই আর মানতে চাই
পরকালের আযাবের মুক্তির আশে।