ফরেদৌসী খানম রীনা

5
নতুন ধান :
নতুন ধানের  ঘ্রাণে
প্রাণ জুড়িয়ে যায়,
পল্লী বধূর খুশিতে তাই
আলতা রাঙা পায়।
নতুন ধান,নতুন পিঠা
কৃষক মনে সুখ,
মাঠে সোনালি ফসল
হাসি ভরা মুখ।
নতুন ধানের  শোভায়
সকলের মুখে হাসি,
চোখ জুড়ানো ফসল দেখে
হাসি রাশি রাশি।
সোনালি ফসল কৃষকের ঘরে
মনে নেই দুখ,
নতুন ফসল এনে দিল
কৃষাণ-কৃষাণীর সুখ।
নতুন ধান কৃষকের মনে
জাগায় নতুন আশা,
ভরবে গোলা নতুন ধানে
রবে না হতাশা।