রক্তের গ্রুপ জেনে রাখা অতীবও জরুরি – তৌফিক বক্স লিপন

9

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেছেন, রক্তের গ্রুপ জেনে রাখা অতীবও জরুরি। ছোট ছোট শিশু সহ সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপসহ ডাটাবেজ গঠনের কাজ দ্রুত গতিতে সরকার সম্পন্ন করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আজ আরবান কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপ যে মহৎকর্ম করছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে আমার পক্ষ থেকে সহযোগিতার হাত প্রসারিত থাকবে। আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেট এর উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে নগরীর ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স এর সভাপতি এড. জাহিদ সরওয়ার সবুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.মামুন হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ল’ কলেজ এর ভাইস প্রিন্সিপাল ডঃ এম শহীদুল ইসলাম এডভোকেট, ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ আলম জুনেদ, আরবান কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আদিল।
এ সময় উপস্থিত ছিলেন উসমান ফাইয়াজ পলাশ, মাহমুদা বেগম, শামীমা বেগম, গোএাম আফজল নাদীর, ফুজায়েল আহমদ বাপ্পি, ইব্রাহিম আহমদ সামি, সহকারি শিক্ষক অলকা সিনহা, সুরজানা বেগম, রিপা রানী ভৌমিক, শারমিন আরা, অফিস সহায়ক মোহাম্মদ আলিফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৪০০শিক্ষার্থীদের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। বিজ্ঞপ্তি