বড়গুলে টিলা কাটার দায়ে ৩ জনের কারাদন্ড

4

স্টাফ রিপোর্টার :
শহরতলীর বড়গুল এলাকায় টিলা কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানা পুলিশের সহায়তায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে এ কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। অভিযানকালে বেআইনিভাবে টিলা কাটার সাথে জড়িত থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) অনুযায়ী সিরাজ মিয়াকে (৬৫) ১৫ দিনের এবং মনির আলী (৫৬) ও আব্দুল্লাহ আল মনসুরকে (২০) ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।