হিন্দু মহিলা পরিষদ এর উদ্যোগে শাড়ী ও ধূতি বিতরণ অনুষ্ঠান

24
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শাড়ি-ধুতি বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শাড়ী ও ধূতি উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর মির্জাজাঙ্গাল রাজাবাড়ি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউর মন্দিরে ১৫০টি পরিবারের মধ্যে শাড়ী ও ধূতি উপহার বিতরণ করা হয়। সিলেট জেলা শাখার সভাপতি মনি রানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগরের আহবায়ক বাপ্পি দাশ, সদস্য সচিব সোমা রায়, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পলাশী মজুমদার, সহ-সভাপতি মাধবী ভট্টাচার্য, নির্বাহী সভাপতি রীনা তালুকদার, হিন্দু পরিষদ জেলা শাখার সভাপতি দিপক রায়, মহানগরের সভাপতি নির্মলেন্দুু চৌধুর পান্না, জেলা প্রধান সমন্বয়কারী রতন দে, সিনিয়র সহ-সভাপতি নিবারন দে, জেলা সহ সভাপতি ডাঃ অনিমাংসু দে, মহানগরের সহ-সভাপতি স্বপন দে, জোস্না মালাকার, জুই তালুকাদার, বর্না রানী দত্ত, রুমা দত্ত, মুন্না সরকার, শিল্পী পাল, কান্তা রায়, সুমি সাহা, সুমিত্রা, ছবি চক্রবর্তী, অপু ঘোষ, শঙ্করী দেব, চন্দনা আচার্য, সুমা দে, বিউটি মজুমদার, আচার্য, ললিতা গুণ, সুমি সাহা, লিপি মজুমদার, শীপা চক্রবর্তী। বিজ্ঞপ্তি