বাওনপুরের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুস ছত্তারের ইন্তেকাল

5

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর পূর্বপাড়া (কাইমগঞ্জ) নিবাসী এলাকার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাওলানা আব্দুল জব্বারের বড় ভাই ও গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মাওলানা ফারুক আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর সাবেক পরিচালক মো. ফয়জুর রহমান ফজলুর চাচা আলহাজ্ব আব্দুস ছত্তার ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ পুত্র ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর পূর্বপাড়া (কাইমগঞ্জ) জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন-মরহুমের ভাতিজা হাফিজ মো. ফিরোজ আহমদ। নামাজে জানাযায়-খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরশ আলী, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর সাবেক পরিচালক মো. ফয়জুর রহমান ফজলুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি