কবির মাহমুদ

8

তুমি কি সেই কবিতা হতে পারো না :

তুমি কি সেই কবিতা হতে পারো না?

যে কবিতা
অন্যায় অবিচারে বীণার ঝঙ্কারে,
পুড়ে দিয়ে মিথ্যাকে নাচাতে পারে!
নদীর একূল ওকূল দুকূল ভাসিয়ে,
গরিব দুঃখী অসহায় পথিকের মুখে
একটু হাসি ফুটাতে পারে!

তুমি কি সেই কবিতা হতে পারো না?

যে কবিতা
সবার হৃদয়ে মরুর প্রান্তরে
ফুলের সুবাস ছড়াতে পারে,
অজগ্র তারার নীলিময় আকাশে
চাঁদের জোছনায় আঁধার ঘুচে দিয়ে
আলোর মিছিলে আনতে পারে!

তুমি কি সেই কবিতা হতে পারো না?

যে কবিতা
দিশাহীন নাবিকের দীশা হয়ে,
ঘুমন্ত বিবেক জাগ্রত করে,
উলঙ্গ নারীর দেহের বস্ত্র হয়ে
মজলুমের অশ্রু মুছে দিয়ে,
জালিমের শিকল দুমড়ে মুচড়ে
অন্যায় অবিচার রুখে দিতে পারে!

তুমি কি সেই কবিতা হতে পারো না?

যে কবিতা
বোনের সম্ভ্রম হয়ে ধর্ষকের পিঠে
স্বাধীন মায়ের সংগ্রামী মিছিলে
ঘুষের রাজ্যের ত্রাসের রাজত্বে
নজরুলের বিদ্রোহী কলমের ন্যায়
সমাজের যতো অনিয়ম উশৃঙ্খল
বিদ্রোহ করে ভাঙতে পারে!