সুনামগঞ্জে ৭ এপিবিএন’র অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ থেকে সোয়া কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭ আমর্ড ব্যাটালিয়ন (৭ এপিবিএন) সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে সদর থানার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও গাঁজাগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের নাম- মো: জিয়ালুর (২৪)। সে সুনামগঞ্জ সদর থানার ৮নং মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের ফিরিজ আলীর পুত্র।
৭ এপিবিএন জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (এডিশনাল ডিআইজি)’র সার্বিক নির্দেশনায়, সহকরাী পুলিশ সুপার (এএসপি) আবুল হাসান মো: যায়ীদ (অপস্ এন্ড ইন্টেলিজেন্স উইং)’র নেতৃত্বে অফিসার ও ফোর্সে সহায়তায় মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: জিয়ালুরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২ হাজার টাকা দামের ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করে ৭ এপিবিএন।
এ ব্যাপারে ৭ এপিবিএন এর এসআই (নিঃ) মোঃ চাঁন মিয়া বাদী সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
৭ এপিবিএন’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো: জিয়ালুর একজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।