মাদক মামলায় একজনের যাবজ্জীবন

9

স্টাফ রিপোর্টার :
সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ওই মামলার অপর আসামিকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ আলী। তিনি নেত্রকোনা জেলার মহিষবের আগিয়া বাজার পূর্বধলা এলাকার বাসিন্দা। আর খালাসপ্রাপ্ত ব্যক্তির নাম লিটন মিয়া। গতকাল মঙ্গলবার সিলেটের বিশেষ জেলা ও দায়রা জজ (জননিরাপত্তা ট্রাইব্যুনাল)-এর বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।
সিলেটের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মফুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন- ২০১৩ সালে ১৩ নভেম্বর সিলেট নগরীর তালতলাস্থ গুলশান হোটেল থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২০ জানুয়ারি মোহাম্মদ আলী ও লিটন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। দীর্ঘ শুনানিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।