বনশ্রী বড়ুয়া

14

রং-তুলি :

আঁকতে পারো টগর কেয়া
আঁকতে পারো নদী
আঁকতে পারো তমাল-তর
থাকে রং-পেন্সিল যদি।

আঁকতে পারো টুঙ্গিপাড়া
আঁকতে পারো ভোর
আঁকতে পারো স্বপ্ন হাজার
খুলে মনের দোর।

আঁকতে পারো সাতসমুদ্র
আঁকতে পারো রবি
আঁকতে পারো দেশের বন্ধু
শেখ মুজিবের ছবি।

আঁকতে পারো পুবের রবি
আঁকতে পারো শিশু
আঁকতে পারো নিঝুম রাতে
পঁচাত্তরের যিশু।