নগরীতে এডিসের লার্ভা পেলে শাস্তি

1

স্টাফ রিপোর্টার :
মহানগরীতে কারো বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা পরিত্যক্ত স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। এ বিষয়ে দুদিন থেকে নগরীজুড়ে মাইকিং করাচ্ছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সিসিক সূত্র জানায়, এডিস মশার বংশবিস্তার রোধে কয়েকদিনের মধ্যে সিলেটে অভিযান চালাবে সিটি করপোরেশন। এ বিষয়ে মাইকিং করে মহানগরীর বাসাবাড়ির আঙিনা থেকে শুরু করে বাড়ির ছাদসহ ব্যবসা-প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে বলা হচ্ছে। এ ছাড়া বাড়ির ভেতরে-বাহির কোথাও পানি জমা না রাখতে মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে। সিটি করপোরেশনের নির্দেশনা না মানা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে।
এ বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কোথাও এডিসের লার্ভা বা বাসাবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানের আশপাশে এ মশার বংশবিস্তার করতে পারে এমন পরিবেশ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের কর্মতৎপরতার পাশাপাশি নগরবাসীর সচেতনতার বিকল্প নেই।