৫ দফা দাবিতে জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

7
সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ সহ ৫ দফা দাবিতে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি হাজী মো: রুনু মিয়া মঈন।

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বানিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ সহ ৫ দফা দাবিতে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৩২৬ এর উদ্যোগে (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ধোপাদিঘীরপাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো: রুনু মিয়া মঈনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মিসবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: ইনছান আলী, সদস্য ফয়জুল মিয়া, সাহাব উদ্দিন সাবু, সৈয়দ মখদ্দছ আলী, মো: শফিক আহমদ, ওসমান গণি, কয়েছ আহমদ, মো: আব্দুল্লাহ, মো: দুলাল আহমদ, মো: শাহেদ আহমদ, মো: রুবেল মিয়া, আব্দুস ছালাম, মো: আগা আসমত উদ্দিন, বদরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি