সিলেটে স্বাবলম্বী উন্নয়ন সমিতির যাত্রা শুরু

0
স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনার আয়োজন ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির জিবিভিআইই প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন ফর ফ্রন্টলাইন হিউম্যানেট্যারিয়ান ওয়ার্কার এন্ড ডব্লিউএলও অন পিএসএস, সেইফ রেফারেল এন্ড সেইফটি অডিট সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহীনা আক্তার।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনার আয়োজন ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির জিবিভিআইই প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন ফর ফ্রন্টলাইন হিউম্যানেট্যারিয়ান ওয়ার্কার এন্ড ডব্লিউএলও অন পিএসএস, সেইফ রেফারেল এন্ড সেইফটি অডিট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সেমিনার শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রকল্পটি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহীনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক স্বপন কুমার পাল। বিজ্ঞপ্তি