এক মাসে সড়ক দুর্ঘটনায় সিলেটে ২১ জনের মৃত্যু

7

স্টাফ রিপোর্টার :
সিলেটে এক মাসে দুর্ঘটনা ঘটেছে ১৯টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার দুপুরে আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
প্রতিবেদন অনুসারে, গত আগষ্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ছাড়াও ৬৯ শিশু রয়েছে।
দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে। সারা দেশের দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ১২৭টি (২৭.৭২ ভাগ) দুর্ঘটনায় প্রাণ হারান ১৪২ জন (২৭.৩৬ ভাগ)।
অন্যদিকে, সিলেট বিভাগে ১৯টি (৪.১৪ ভাগ) দুর্ঘটনা ২১ জন (৪.০৪ ভাগ) নিহত হন। সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনায় কেউ মারা যাননি। বাকি তিনটি জেলাতেই গত মাসে প্রাণহানি ঘটেছে।
এ ছাড়া রাজশাহী বিভাগে দুর্ঘটনার হার ১৫.২৮% ও প্রাণহানি ১৫.২২%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৬১% ও প্রাণহানি ২১.৫৭%, খুলনা বিভাগে দুর্ঘটনা ১০.০৪% ও প্রাণহানি ৯.৮২%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৪.৮০% ও প্রাণহানি ৫.৭৮%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮.৯৫% ও প্রাণহানি ৮.৮৬% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭.৪২% ও প্রাণহানি ৭.৩২%।
প্রসঙ্গত, রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।