প্রবাসীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততার সহিত দায়িত্ব পালন করেছেন – এডভোকেট মিসবাহ সিরাজ

16

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিভিন্ন দেশে সততার সহিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। দেশ ও মাটির মানুষের হৃদয়ে দেশে এসে বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। দেশকে উন্নত করতে প্রবাসীরা কঠোর পরিশ্রম করেছেন। তিনি আরও বলেন যারা নিজ দেশের সমৃদ্ধির জন্য অন্য দেশে গিয়ে অর্থ উপার্জন করেন বা দেশের স্বার্থে কাজ করেন তারাই প্রকৃত প্রবাসী। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত আমাদের প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধে বহির্বিশ্বে জনমত গঠনে কাজ করেছিলেন এবং প্রবাসীরা সরকারকে অর্থের জোগান দিয়েছিলেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ, জাতীয় কমিটির উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পিকার শফি আহমেদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন হ্যামলেট টাওয়ার এর স্পীকার শাফি আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, শ্রীহট্র সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড এর ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এম আসাদুজ্জামান, সিলেট প্রেসক্লাবের সদস্য এম. এ মতিন, হাওড় উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন, সনাপ সিলেট এর সভাপতি মোঃ বেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী মির্জা রেজওয়ান বেগ, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব ডা: এম. এ রকিব, বিশিষ্ট সমাজসেবী মধু মিয়া, হাবিবুর রহমান লিটন, ফরহাদ হোসেন ফাহাদ, মোঃ ইউসুফ শেলু, টিপু চৌধুরী, ইমদাদুল হক জীবন, তুহিন চৌধুরী, মামুন চৌধুরী, বশির আহমদ কালাম, নাজনীন চৌধুরী হিরা, এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমান, রুহিন চৌধুরী ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি