শাবিতে হলের উদ্বোধনকালে ড. একে আব্দুল মোমেন ॥ শিক্ষার হার নিম্নমুখী হওয়ায় সিলেটে মাতৃ ও শিশুমৃত্যু বেশি

12
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

শাবি থেকে সংবাদদাতা :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে সিলেটের অবস্থা বড় নিম্নে। শিক্ষার হার নিম্নে হওয়ার ফলে সিলেটে মাতৃমৃত্যু বেশি, শিশু মৃত্যুর হারও বেশি।’
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, যদিও সিলেটে অনেকের মাথাপিছু আয় ভালো, কিন্তু তবুও এখানে শিক্ষিতের ঘাটতি খুব বেশি। এর একটি বড় কারণ হলো অবকাঠামোর অভাব ছিলো। স্কুল-কলেজ অনেক কম৷
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, তোমরা যারা এই সৈয়দ মুজতবা আলী হলে থাকবে, তারাসহ সবারই মনে রাখা উচিত মুজতবা আলী সাহেব বলেছেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। সুতরাং তোমরা বই কেনা এবং বই পড়ার মনমানসিকতা গড়ে তুলো। তাহলে সৈয়দ মুজতবা আলীর প্রতি আমরা একটা দায়বদ্ধতা সম্পন্ন করবো।
সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশ উদ্বোধনের আগে পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টায় সৈয়দ মুজতবা আলী হলের সামনে ফিতা কেটে বর্ধিতাংশের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরফিন খাঁন।