রিপলু চৌধুরী

19

সততার ঝুলি :

সততার ঝুলি কাঁধে নিয়ে
ছুটছি আমি ভাই,
ও-প্রান্ত থেকে ও প্রান্ত
কোথাও নাহি পাই।

ছুটছি আমি দিন রাত্রি
ঝড় বৃষ্টি সাথী,
সন্ধ্যা হলে যেথায় থামি
থাকেনা একটু বাতি।

সততার ঝুলি নাহি ভরে
হাওয়ার সনে দুলে,
ক্ষুধার্ত হয়ে চলছি আমি
এই ভবের কুলে।

সত্যের আজ বড্ড অভাব
বেঁচে থাকা দায়,
সত্য পথে লোক যাঁরা
রাস্তায় মরে যায়।

সত্যের বাণী কাগজ কলমে
বাস্তব নাহি মিলে,
সত্যের চেয়ারে বসে তারা
অন্যায় করছে তিলে তিলে।

আমার মতো ক্ষুধার্ত যারা
জীবন রক্ষা করতে,
অন্যায় কাজে বাধ্য হছে
ক্ষমতা ধারি দের হাতে।