পর্যায়ক্রমে সকল শিশুদের কোভিড-১৯ টিকা দেয়া হবে – মেয়র আরিফুল হক চৌধুরী

7
জিন্দাবাজারের সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সকল শিশুদের পর্যায়ক্রমে দেয়া হবে কোভিড-১৯ এর টিকা। প্রথম পর্যায়ে সিলেট মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের বিশেষ টিকা ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট ২০২২ খ্রি.) সকাল ১০টায় সিলেট নগরীর জিন্দাবাজারের সরকারি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র এসব কথা বলেন।
শিশু শিক্ষার্থীদের টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষিকা প্রমুখ।
ক্যাম্পেইনের প্রথম দিনে সরকারি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় ও বন্দরবাজারস্থ দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।
পর্যায়ক্রমে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হবে।
ক্যাম্পেইনে ৫ বছর থেকে অনূর্ধ্ব ১২ বছরের শিশু শিক্ষার্থী যাদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের ইংরেজি অনলাইন কপি আছে এবং সুরক্ষা এ্যাপসে  (https://surokkha.gov.bd/)  কোভিড-১৯ টিকার নিবন্ধন করেছেন তারাই টিকা দিতে পারবেন। যারা এখনো জন্ম নিবন্ধন করেননি বা ইংরেজি কপি নাই তাদের জন্ম নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি