সিলেটে ১৩১টি সমাজ কল্যাণ সংস্থাকে ২৬ লক্ষাধিক টাকা অনুদান

6

স্টাফ রিপোর্টার :
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। কিন্তু ৭৫ সালের ১৫ আগষ্ট এদেশীয় হয়েনারা জাতির পিতাকে শিশুপুত্র শেখ রাসেলসহ সপরিবারে হত্যা করে। ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচনা করে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তাঁর হাত ধরে দেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে।
তিনি বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত সাধারণ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহকে এককালীন অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বেগম রোকেয়া পদক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রাপ্ত সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সমাজসেবী সালমা বাসিত, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক বৃক্ষ রোপনে স্বর্ণপদক প্রাপ্ত আফতাব চৌধুরী।
সভায় বক্তারা আরো বলেন, দেশব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের বিস্তৃতির লক্ষ্যে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ বিভিন্ন পরিসরে আর্থ-সামাজিক উন্নয়নে এ সকল সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে সারাদেশে সমাজসেবা অধিদফরের নিবন্ধনকৃত সাধারণ সেচ্ছাসেবী সংস্থা রয়েছে ৬৮,৮৯৭টি। সিলেট জেলায় নিবন্ধনকৃত সেচ্ছাসেবী সংস্থা রয়েছে ১,৩৫৯টি। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সারাদেশে সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত সাধারণ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহকে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার লক্ষ্যে অনুদান দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২১-২০২২ অর্থ বছরে সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ সিলেট জেলার ১৩১টি সংস্থার অনূকূলে ২৬ লক্ষ ২৯ হাজার টাকা অনুদান মঞ্জুর ও প্রদান করা করা হয়েছে। এতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কার্যক্রম গতিশীল হবে। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সাধারণ সেচ্ছাসেবী সংস্থা সমূহের নেতৃবৃন্দের হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন।