বিএনপির উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান খেলতে হলে মাঠে আসবেন

12
জগন্নাথপুরে এই প্রথম বারের মতো মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বিএনপির উদ্দেশ্য বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। রাজনীতির খেলা হবে রাজনীতির মাঠে। খেলতে হলে মাঠে আসবেন। খেলায় সময় মতো না আসলে রেফারি বাঁশি বাজিয়ে দিবে। সুতরাং খেলায় আসুন। জনগণের কাছে যান। কারণ ক্ষমতায় যেতে হলে ভোট ছাড়া কোন পথ নেই।
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার ন্যায় বিচার করে। গ্রাম-গঞ্জের গরীব মানুষের কল্যাণে কাজ করে। এ দেশে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন। জ্বালানি সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়ে যাবে। মাত্র কয়েকদিন অপেক্ষা করুণ। আমাদের উপর আস্থা-বিশ্বাস রাখুন।
১৯ আগষ্ট শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুরে এই প্রথম বারের মতো মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ নাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। স্বাগত বক্তব্য রাখেন নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের পরিচালক সিদ্দিকুর রহমান তালুকদার। সভায় পরিকল্পনামন্ত্রীকে নিয়ে সংগীত পরিবেশন করেন মাওলানা দেলোয়ার হোসেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।