মেশকাতুন নাহার

10

প্রিয় মাতৃভূমি :

মাতৃভূমি তুমি আমার ছোট্ট একটা স্বদেশ,
সবুজ শ্যামল আবেশ মাখা রূপের নেই কোনো শেষ।
জন্ম আমার ধন্য হলো জন্মেছি এই দেশে,
তোমার কোলে শয়ন আছে অজস্র বাঙালি বীর বেশে।

তোমার মধুর মিষ্টি ভাষায় স্বাধীন ভাবে বলি,
প্রাণটি ভরে মনের ভাবনা চিত্র এঁকে চলি।
তোমার শোভা মুগ্ধ করে যেন প্রীতির ছায়া,
তোমার আলোয় দেখি জগৎ সৃষ্টি সুখের মায়া।

আমার বাংলা সবুজ বাংলা তুমি সবার সেরা,
বিশ্ব জুড়ে খ্যাতি আছে বীরের জাতি ঘেরা।
লড়তে জানে আমার বাংলা সবার আছে জানা,
বাংলা জাতির অসীম সাহস হারতে তাদের মানা।

আমার দেশের শ্রেষ্ঠ মানব একই সাথে থাকে,
সুখে-দুঃখে মিলেমিশে প্রাণটি ভরে ডাকে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান কাটায় সারাবেলা,
বাংলাকে ভালোবাসে নেই যে একবিন্দু হেলা।

দেশের প্রতি সম্মান জানায় স্বার্থ ত্যাগ করে,
সোনার বাংলা হাসবে সুখে খুশির জোয়ার ভরে।
তোমার বুকে হেসেখেলে স্বপ্ন দেখি কতো,
তোমায় যদি করে আঘাত লড়বো ঝড়ের মতো।