শুকুনের দোয়ায় গরু মরবে না, দেশ কখনো শ্রীলঙ্কা হবে না – পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

16
জগন্নাথপুরে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, শুকুনের দোয়ায় গরু মরবে না, দেশ কখনো শ্রীলঙ্কা হবে না। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির এক বাচ্চা বিদেশে বসে শুধু বেয়াদবের মতো কথা বলে। বেয়াদবের কাছ থেকে জাতি কি আশা করতে পারে। বিএনপি মানুষের জন্য কোন কাজ করে না। তারা কাজ না করেই কৌশলে ক্ষমতায় যেতে চায়। তাদের মনে রাখতে হবে জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মড়লে মড়লে মাইর। বিপদে পড়েছি আমরা। বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। তবে তা নিয়ে ভয়ের কারণ নেই। আশা করছি আগামী মাস খানেকের মধ্যেই দাম কমে যাবে।
মন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার গরীবের সরকার। গ্রাম-গঞ্জের গরীব মা-বোনদের প্রতি বিশেষ নজর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন।
মন্ত্রী নিজের অবস্থান সম্পর্কে বলেন, আগামী নির্বাচনে আমি আসতে পারি, না আসতেও পারি। তবে একটি মহল অযথা বলে আমি নাকি সকল উন্নয়ন শান্তিগঞ্জে নিচ্ছি। আসলে নেয়নি। আমি সমান ভাবে কাজ করে যাচ্ছি।
১৮ আগষ্ট বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং হাজারো জনতা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন ও পৃথক ভাবে সামাদ আজাদ অডিটোরিয়ামে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ করেন।