যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবেন – মন্ত্রী ইমরান আহমদ

11
জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
বঙ্গবন্ধু সব সময় দেশের জন্য কাজ করেছেন। তৃণমূল পর্যায়ের মানুষের কথাই বঙ্গবন্ধু বলেছেন। বঙ্গবন্ধুর কন্ঠে গরীব দুখি, কৃষক-শ্রমিকদের কথাই ধ্বনিত হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রাণ। বাঙালি জাতি বলতে আমরা যা বুঝি সব কিছুই তাঁর মধ্যে ছিল। বঙ্গবন্ধুর আদর্শ ছিল মানুষের সেবা করা। আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবেন। জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বুধবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, রফিকুল হক, হাজী তেরা মিয়া, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ভুট্টো, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নাজিম উদ্দীন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি রুপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আমিরুল হক প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় ইমরান আহমদ কারিগরি কলেজে মুজিব কেল্লা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন, বেলা ১২ টায় ফেদারগাঁও বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করে উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় অংশগ্রহণ করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিরের বাসভবনে সৌজন্যে সাক্ষা করেন। বিকাল ৩টায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে ঘর মেরামত বাবদ নগদ অর্থ ও টিন বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ।