জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কিত পরিবার

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট একটি অগ্নিকান্ডের ঘটনায় পরিবারের নারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে।
স্থানীয়রা জানান, ইছগাঁও গ্রামের মৃত লক্ষণ দেবনাথের স্ত্রী অসীমা রাণী দেবী ও তার বড় বোন আশী রাণী দেবী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠকর্মী। অসীমা রাণী দেবীর স্বামী মারা যাওয়ার পর তারা দুই বোন বাড়িতে বসবাস করেন। বেশ কিছুদিন ধরে আশী রাণী দেবী অসুস্থ হওয়ায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তারা বাড়ি ফেরেননি। এর মধ্যে গত ৬ আগষ্ট রাত সাড়ে ১২ টার দিকে তাদের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে রাতেই অসীমা রাণী দেবী সহ কয়েকজন বাড়িতে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
১৪ আগষ্ট রবিবার সরেজমিনে দেখা যায়, আগুনে তেমন কোন ক্ষতি হয়নি। তবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে বড় ধরণের ক্ষতি হতো। এ সময় অসীমা রাণী দেবী বলেন, ঘরের পেছনের দরজার কাছে খড় দিয়ে আগুন লাগানো হয়। আগুনের কুন্ড থেকে পলিথিনের লাইন রান্না ঘরের ভেতরে দেয়া হয়। যাতে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সময় মতো আগুন নেভাতে পারায় রক্ষা হয়েছে। তিনি বলেন, আমাদের বাড়িতে কোন পুরুষ নেই। আমরা দুই বোন থাকি। তাই এ অগ্নিকান্ডের পর ভয়ে বাড়িতে থাকার সাহস পাচ্ছি না।