কমলগঞ্জে মন্দিরভিত্তিক শিক্ষকদের সাথে মতবিনিময়

11

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট রবিবার ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রধান কার্যালয়ের (মনিটরিং পরিকল্পনা ও বাস্তবায়ন) সহকারি প্রকল্প পরিচালক কিশোর কুমার মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন ভানুগাছ দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, ফিল্ড সুপারভাইজার আব্দুল লতিফ, সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ।
সভায় কিশোর কুমার মন্ডল নানা বিষয়ে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন। মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রে শিশুদেরকে কিভাবে কেন্দ্রে নিয়মিত উপস্থিত হয়, সে বিষয়ে কলাকৌশল প্রদর্শন করেন।