গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে শাবিতে উপস্থিত ৯৫.৭৫ শতাংশ

19

শাবি থেকে সংবাদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত কলা অনুষদ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ২ হাজার ৩৩১জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ২৩২ জন, অর্থাৎ উপস্থিতির হার ৯৫.৭৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৯৯ জন, অর্থাৎ অনুপস্থিতির হার ৪.২৫ শতাংশ।
শনিবার (১৩ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।
তিনি বলেন, গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৩৩১জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ২৩২ জন, অর্থাৎ উপস্থিতির হার ৯৫.৭৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৯৯ জন। এর আগে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে পরীক্ষা শুরুর পর একাডেমিক ভবন ‘সি’ এর কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও ভর্তি কমিটির সদস্যরা। এছাড়া আগামী ২০ আগষ্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শাবিপ্রবির কেন্দ্রে অংশ নিবেন ৮৩০ জন।