সিএনজি অটোরিক্সা থেকে পড়ে শায়েস্তাগঞ্জে শিক্ষিকার মৃত্যু

2

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সা থেকে পড়ে গিয়ে সুপ্তা দাশ (২৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি সড়কে কাশিপুর এলাকায় অটোরিক্সা থেকে পড়ে আহত হয়েছিলেন তিনি। নিহত সুপ্তা দাশ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে।
বিদ্যালয়ের দপ্তরি হেলাল মিয়া জানান, সুপ্তা সকাল ৯টায় বাড়ি থেকে অটোরিক্সায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দেউন্দি সড়কে একটি ব্রিজের পাশে অটোরিক্সাটি দাঁড়ায়। এরপর চালক হঠাৎ করে জোরে অটোরিক্সাটি চালিয়ে সামনে এগিয়ে গেলে সুপ্তা ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। এ অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুপ্তা সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।