জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

14
জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু পরিদর্শন করছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আওতাধীন কুশিয়ারা নদীর উপর প্রায় দেড়শত কোটি টাকা ব্যয়ে স্বপ্নের রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছু কাজ বাকি আছে। এ কাজ শেষ হলেই রাণীগঞ্জ সেতুর উদ্বোধন করা হবে। এ সেতুটি চালু হলে জগন্নাথপুর থেকে রাজধানী ঢাকায় যাতায়াতে সময় বাচবে প্রায় ৩ ঘন্টা। এছাড়াও বাণিজ্যিক ভাবে এগিয়ে যাবে জগন্নাথপুর সহ পুরো সুনামগঞ্জ জেলা। তাই রাণীগঞ্জ সেতু নিয়ে মানুষের স্বপ্নের শেষ নেই। সেই স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন মানুষ।
এর মধ্যে ১০ আগষ্ট বুধবার উদ্বোধনের আগে শেষ বারের মতো রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেতু নির্মাণে সংশ্লিষ্ট সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।