কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধার ছেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন

8

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গাছগর গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাতেম আলীর ছেলে শাহ আলমকে হত্যাকান্ডের প্রতিবাদে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১০ আগষ্ট) কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি–পেশার শত শত মানুষ অংশ নেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমেদর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দীন রেনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব চাঁন মিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আশরাফুল ইসলাম চাঁন মিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা কছির মিয়া, জিনু মিয়া, আব্দুল খালিক,হাতেম আলী, নুরুল ইসলাম, ইসমাইল আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, ফারুক মিয়া, মোস্তফা মিয়া কাছা, সাজ্জাদ হোসেন, নুরুল ইসলাম নুর মিয়া, মতিন মিয়া, ফারুক মিয়া২ আলমগীর প্রমুখ।