তেলের মূল্যবৃদ্ধি অমানবিক ও নজিরবিহীন – ডা: মোয়াজ্জেম হোসেন খান

10
জ¦ালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা: মোয়াজ্জেম হোসেন খান।

জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অমানবিক ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। তিনি এ মূল্যবৃদ্ধিকে জনগণের জন্য মরার উপর খরার গা বলেও অভিহিত করেন। সরকার দুর্নীতি করতে করতে দেশকে একেবারে দেউলিয়া করে ছাড়ছে। সরকারের এই অপরাধের খেসারত এখন জনগণের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে। সরকার এখন জনগণের উপর অমানবিক আচরণ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
মঙ্গলবার (৯ আগষ্ট ) বাদ জোহর জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন,আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, নগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাইদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় উপ সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ, জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, নগর সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তপু প্রমুখ। বিজ্ঞপ্তি