জগন্নাথপুরে এক মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন

14

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামে দাফনের প্রায় এক মাস পর কবর থেকে তুহিন মিয়া (১৯) নামের এক কিশোরের মৃতদেহ উত্তোলন করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মৃত তুহিন মিয়া তার পরিবারের লোকজন নিয়ে বিগত প্রায় এক বছর ধরে শেরপুর গ্রামে তার দুলাভাই মিলন মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল। এর মধ্যে গত ১২ জুন জ্বরে আক্রান্ত হয়ে তুহিন মিয়ার মৃত্যু হয়। তাকে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। এ সময় তার ৫ দিনের শিরণিও করা হয়েছে।
তবে এ ঘটনায় পরে তাকে মারা হয়েছে মর্মে আদালতে মামলা হয়। মামলার প্রেক্ষিতে ৮ আগস্ট সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে কিশোর তুহিনের মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে ৯ আগস্ট মঙ্গলবার প্রত্যক্ষদর্শী স্থানীয় পৌর কাউন্সিলর ছমির উদ্দিন জানান। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।