কমনওয়েলথ গেমস, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

10

স্পোর্টস ডেস্ক :
কমনওয়েলথ গেমসের নারীদের ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের ৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটল ভারত। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তুলে ভারত। জবাবে ১৬০ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার শ্রীমতি মান্ধানা। ৭.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে ৭৯ রান। ১৭ রানে আউট হন শেফালি ভার্মা। অন্যদিকে দ্রুত ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৩২ বলে ৬১ রান করে আউট হন মান্ধানা।
এরপর জেমিমা রদ্রিগেজের অপ্রতিরোধ্য ৪৪, হার্মানপ্রিত কৌরের ২০ ও দীপ্তি শর্মার ২২ রানের ইনিংরে সুবাদে লড়াকু পুঁজি পায় ভারতের মেয়েরা।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালোই ছিল। কিন্তু ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে শেষদিকে সুবিধা করতে না পারায় হার মেনে নিতে হয় ইংলিশদের। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ন্যাট স্কিভার। এছাড়া ড্যানি ওয়াট ৩৫ ও অ্যামি জোনস করেন ৩১ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন স্নেহা রানা। আর একটি উইকেটের দেখা পেয়েছেন দীপ্তি শর্মা।