শাহানাজ পারভীন শিউলী

10

সত্যের মৃত্যু :

মিথ্যা চললো র্ঊর্ধ্বাকাশে সত্য পাতাল পুরে,
অরুণ রবির উদয় তোরণ আলোকবর্ষ দুরে।
মেকীর বাজারে অমর হয়ে মিথ্যা হলো খাঁটি,
মাটির দেহ মাটিই রইল সত্য হলো না মাটি।

মিথ্যা হইলো জয়ের ধ্বনি, সত্য পিষ্ট পদতলে,
যশ, সম্মান, সুনাম খ্যাতি মিথ্যা ভীরুর দলে।
সত্য বন্দী শাসকের হাতে, পরাজিত বারে বারে,
স্বর্গ গেলো নরকের দ্বারে শোষকের অত্যাচারে।