আবদুল লতিফ

7

ফুলের মতো শিশু :

ফুলের মতো একটি শিশু
মিষ্টি মুখের ভাষা
ছবির মতো চোখ দুটি তাঁর
মায়ায় ছিল ঠাসা।

হাসলে সাথে হাসতো জগৎ
হাসতো চন্দ্র তারা
ফাঁকা ফাঁকা লাগতো সবই
ঐ হাসিটা ছাড়া।

স্নেহ ভরা মুখটি ছিল
শেখ রাসেলের মুখ
যাঁর হাসিতে জগত জুড়ে
ছড়িয়ে যেতো সুখ।

যেই শিশুটি জগতটাকে
রাখতো করে সাড়া
এক নিমিষে সেই শিশুটির
জীবন নিলো কারা!

হিংস্র মানুষ হার মানালো
হায়েনা জাগুয়ার
শেখ রাসেলের জীবন নিলো
যেসব কুলাঙ্গার।

শেখ রাসেলের রক্ত দিয়ে
রাঙ্গালো যারা হাত
দুনিয়ায় নাই ক্ষমা তাদের
পরকালে নাই নাজাত।