শাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর যাত্রা শুরু

10

শাবি থেকে সংবাদদাতা :
বাংলাদেশি জাতীয়তাবাদে শ্রদ্ধাশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর পথচলা শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনকে আহ্বায়ক এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যরা হলেনÑযুগ্ম আহ্বায়ক ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এস. এম. খুরশীদ আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুররহমান।