সিলেটের বাজারে কাঁচামরিচের কেজি এখন ৩শ’ টাকা!

4

স্টাফ রিপোর্টার :
সিলেটের বাজারে কাঁচামরিচের কেজি এখন ৩০০ টাকা। একই সাথে বাজারে বাড়ছে সবজির দাম। বন্দরবাজারসহ নগরীর বড় বড় সবজিবাজারে ২৫০ টাকায় বিক্রি হলেও পাড়ার দোকান ও ছোট ছোট বাজারে ৩০০ টাকার নিচে মিলছেনা কাঁচামরিচ। অনেকে বাধ্য হয়ে শুকনো মরিচ দিয়েই কাঁচামরিচের চাহিদা পূরণ করছেন। এদিকে বাজারে অন্যান্য সবজির দাম কম থাকায় হাফ ছেড়ে বাচঁছেন খেটেখাওয়া সাধারণ মানুষ।
গতকাল মঙ্গলবার নগরীর বন্দরবাজার ও আম্বরখানা সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেগুন কেজিপ্রতি জাতভেদে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, মুখী ৪০-৫০ টাকা, চিচিংগা ৪০-৫০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৪০ টাকা, গাজর ১২০-১৩০ টাকা, শসা হাইব্রিড ৪০ টাকা, দেশি শসা ৬০-৮০ টাকা, ঢেঁড়স ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা, পেপে ৪০ টাকা ও টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে চালকুমড়া আকার ভেদে প্রতিপিস ৩০ থেকে ৫০ টাকা, লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, মিষ্টিকুমড়ার কেজি ৪০ টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া লেবুর হালি ২৫ থেকে ৩০ টাকা, গোল আলুর কেজি ৩০ টাকা বিক্রি হচ্ছে।
আম্বরখানার সবজি বিক্রেতা জীবন আহমদ জানান, কাঁচামরিচের দাম পাইকারী বাজারে বেড়েছে। তাই আমরা বেশী দামে বিক্রি করছি। আমরা কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা লাভ করে থাকি। পাইকারী বাজারে দাম না কমলে আমাদের কিছু করার নেই। তবে অন্যান্য সবজির দাম কমেছে।