হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কোতোয়ালী থানা সম্মেলনে বক্তারা ॥ সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

10
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার সম্মেলনে বক্তার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একাত্তরের লড়াই সংগ্রাম এর মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীনতার মূলনীতি থেকে সরে এসে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় সৃষ্টি করা হয়েছে। বক্তারা বলেন, মন্দির, গীর্জা, উপাসানালয়ে হামলা, লুটপাট, জবরদখল করে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করে একটি শ্রেণি দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে। উপযুক্ত বিচার না হওয়ায় দিন দিন নির্যাতন নিপীড়ন বেড়েই চলছে। বক্তারা ঐক্যবদ্ধভাবে সজাগ অপশক্তিতে মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনায় সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় নগরীর বন্দরবাজার ব্রাক্ষণ মন্দির কার্যালয়ে হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কোতোয়ালী থানা সম্মেলনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। কোতায়ালী থানা শাখার সভাপতি বীর মুক্তিমুক্তিযোদ্ধা পান্না নাল রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ভূষণ ধর এর পরিচালনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
সম্মেলন উদ্বোধন করেন ঐক্য পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিতা শ্যাম পুরকায়াস্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বিশিষ্ট রাজনীতিবীদ ও ঐক্য পরিষদের সিনিয়র সদস্য তপন মিত্র, মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জিডি রুমু, কোতোয়ালী থানা পূজা পরিষদের সভাপতি এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন ডা. পরেশ চন্দ্র দেবনাথ, শ্রী অমর দত্ত, প্রনয় দেব জন, মাইকেল রঞ্জন বিশ্বাস, শ্যামল চৌধুরী, বিশনয় দাস, অসিত কুমার কর, আশীষ রায়, মিলন উরাং. অরুণ রায়, শ্যামল চৌধুরী, রকি দেব, জোনাক চৌধুরী, এস. ডি সুমেল সঞ্জিত দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি