শাহীন খান

7

মিষ্টি করে বৃষ্টি পড়ে :

মিষ্টি করে বৃষ্টি পড়ে
রিমঝিমাঝিম শব্দ করে
মন হয়ে যায় উদাস উদাস
রিমঝিমাঝিম বিষ্টি স্বরে।

মিষ্টি করে বৃষ্টি পড়ে
ছন্দ জাগে এ অন্তরে
লিখছি ছড়া গান কবিতা
ডায়েরি খাতায় রাখছি ধরে।

মিষ্টি করে বৃষ্টি পড়ে
কাছের পাড়ায় দূর শহরে
ঝিরিঝিরি একটানা সে
ঝরছেরে তো ঝরেই ঝরে।

মিষ্টি করে বৃষ্টি পড়ে
অঝোর ধারায় তেপান্তরে
পাগলা হাওয়া দোল দিয়ে যায়
হৃদয় নদীর ভাঙ্গা চরে।